কুষ্টিয়া দৌলতপুরে এমপি’র ১০ পূজা মন্ডপ পরিদর্শন

কুষ্টিয়া দৌলতপুরে এমপি’র ১০ পূজা মন্ডপ পরিদর্শন

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১০ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী। ১৭ অক্টোবর বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া-  (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী। তিনি সকাল ১০ টায় উপজেলার তারাগুনিয়া কর্মকার পাড়া সার্বজনীন মন্দির, কৈপাল দাসপাড়া সার্বজনীন মন্দির, খলিশাকুন্ডি ইউনিয়নের দাস পাড়া সার্বজনীন মাতৃ মন্দির মিসতিরি পাড়া শ্রীশ্রী সার্বজনীন মাতৃ মন্দির পরিদর্শন করেন, পরে আড়িয়া ইউনিয়নের ছাতারী পাড়া শ্রীশ্রী কালী মন্দির ওমরপুরের দাস পাড়া মাতৃ মন্দির, দৌলতপুর ইউনিয়নের শ্রীশ্রী জগৎ জননী মাতৃ মন্দির, মথুরাপুর ইউনিয়নের শালিমপুর কর্মকারপাড়া সার্বজনীন মাতৃ মন্দির কৈপাল দাসপাড়া দূর্গা মন্দির, ফিলিপনগর ইউনিয়নের কর্মকার পাড়া সার্বজনীন মাতৃ মন্দির দক্ষিণ পশ্চিম ফিলিপনগর দাসপাড়া মন্দির, আদা বাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা দাসপাড়া দূর্গা মন্দির, বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী দূর্গা মন্দির, প্রাগপুর ইউনিয়নের দাসপাড়া সার্বজনীন মাতৃ মন্দির,পিয়ারপুর মাতৃ মন্দিরসর্ব শেষ সন্ধ্যায় আল্লারদর্গা শ্রীশ্রী সার্বজনীন মাতৃ মন্দির  পরিদর্শন করেন, সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, এসিল্যান্ড জাহাঙ্গীর আলম প্রজেক্ট অফিসার সাইদুর রহমান। পরিদর্শনের সময় সফর সংগী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দীন মাষ্টার সদস্য আসাদুজ্জামান চৌধূরী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ হেল বাঁকীদৌলতপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের  সেক্রেটারী এবং দৌলতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দুলাল দেবনাথ,আল্লারদর্গা সার্বজনীন মন্দিরের সভাপতি আমিত কুমার, স্থানীয় সাংবাদিকপিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ লালু, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম হালসানা,এমপি পুত্র এমরান হোসেন কলিংস,   রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামিরুল ইসলাম বাবু প্রমূখ। বিভিন্ন পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী বলেন ধর্ম যার যার উৎসব সবার, উৎসবে যে দলের যেই হউক, কোন প্রকার নাশকতা করার চেষ্টা করলে ছাড় নাই বলে হোসিয়ার করেদেন। তিনি ১০ মন্দিরের জন্য টন চাউল,এমপি পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা প্রদান করেন, আগামীতে আরো সুন্দর ভাবে উৎসব পালনের আসাবাদ ব্যাক্ত করেন